পুলিশ সুরক্ষা বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার আন্দোলনকারীদের সাথে ব্যাপক সহিংসতা হয় নিরাপত্তা বাহিনীর। রাজধানী প্যারিসে বিক্ষোভে অংশ নেয় প্রায় অর্ধ লাখ মানুষ।
শুরুতে শান্তিপূর্ণ র্যালি হলেও কিছু জায়গায় পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বেশ কিছু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগও করে আন্দোলনকারীরা। আহত হয় কমপক্ষে ২০ জন।
এসময় বিশৃঙ্খলার দায়ে ৪৬ জনকে আটক করা হয়। সম্প্রতি পুলিশের সুরক্ষায় আইন তৈরির উদ্যোগ নিয়েছে ইমানুয়েল ম্যাকরন সরকার। গেল মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হওয়া বিল অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তার ছবি প্রকাশ করা যাবে না ফ্রান্সে।
বিরোধিতাকারীরা বলছে, পুলিশের নির্মমতা আড়ালের সুযোগ করে দিবে এই আইন।
গত সপ্তাহেই পুলিশি নির্মমতার দু’টি ভিডিও ফুটেজ প্রকাশের পর শুরু হয় তোলপাড়।
Leave a reply