নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পাকিস্তানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ

|

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। সোমবার মুলতানে বিরোধী দলগুলোর ডাকা সমাবেশে যোগ দেয় হাজারো মানুষ।

এদিন রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন বেনজির ভুট্টোর মেয়ে আসিফা ভুট্টো জারদারি। কোভিড পজেটিভ হওয়ায় সমাবেশে অংশ নেননি ভাই বিলাওয়াল ভুট্টো জারদারি। ভাষণ দেন লন্ডনে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নেওয়াজ। ইমরান খানকে কোভিড নাইনটিন ভাইরাসের সাথে তুলনা করেন তিনি। প্রধানমন্ত্রী ইমরান খানের পতনে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন বিরোধী নেতারা।

অন্যদিকে, একদিন আগেই সমাবেশ বন্ধে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালায় মুলতান প্রশাসন। বিরোধীদের দাবি, ১ হাজার ৮শ’ নেতাকর্মীকে আটক করা হয়েছে রোববার। পুলিশ অবশ্য বলছে ৩৭০ জন আটকের কথা। সমাবেশ এলাকার মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিরোধী নেতা মরিয়ম নেওয়াজ, এবার পাকিস্তানের জনগণ ইমরান খানকে লকডাউনে রাখবে। কোভিড নাইনটিন মোকাবেলার আগে আমাদের কোভিড এইটিনকে ঘরে পাঠাতে হবে।

বিরোধী নেতা আসিফা ভুট্টো জারদারি, সরকারের সব নিষ্ঠুরতা আর বাঁধা উপেক্ষা করেও আপনারা এসেছেন। তাই অশেষ কৃতজ্ঞতা। এই সমাবেশের মধ্য দিয়ে জনগণের সিদ্ধান্ত স্পষ্ট হয়ে গেছে যে, প্রধানমন্ত্রীর পতন চায় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply