আজ থেকে বিনামূল্যে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১০ জেলায় চলবে এই কার্যক্রম। সন্দেহভাজন করোনা রোগী, যাদের উপসর্গ রয়েছে, শুধু তাদেরই অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হলেও অ্যান্টিজেন পরীক্ষায় মিলবে দেশে কোভিড আক্রান্তের প্রকৃত পরিসংখ্যান।
এছাড়া গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও সিলেট এই ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে আজ।
মূলত কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এই পরীক্ষা করা যায় ১৫ থেকে ৩০ মিনিটে। সরকারের কোভিড-১৯ পরীক্ষা নীতিমালায় বলা হয়েছে, অ্যান্টিজেন পরীক্ষা করতে বিশেষায়িত কোনো ল্যাবরেটরির প্রয়োজন হয় না। তবে অ্যান্টিজেন পরীক্ষার নির্দিষ্টতা প্রায় শতভাগ হলেও সংবেদনশীলতা কম। ফলে কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে দেশ জুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৫ লাখ মানুষ আর মৃত্যুর কোটা ৭ হাজার ছুঁইছুঁই।
Leave a reply