রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে আজও বিক্ষোভ করছে শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার সকালে রংপুরের শ্যামপুর চিনিকলের সামনে অবস্থান নেয় তারা। শ্রমিকদের সাথে একাত্মতা জানায় আখচাষী ও এলাকাবাসী।
শ্রমিক নেতাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিলগুলো বন্ধ না করে আধুনিকায়নের দাবি জানান তারা। চিনিকলগুলো চালু না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
Leave a reply