রাজস্থানের সরকারি হাসপাতালে একদিনে প্রাণ হারালো ৯ সদ্য ভূমিষ্ঠ।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা। জানান, কোটা শহরের ‘জে কে লোন’ হাসপাতালে বৃহস্পতিবার মারা যায় ঐ শিশুরা। এক থেকে ৪ দিনের মধ্যে সবার বয়স। তবে প্রাণহানির সঠিক কারণ এখনো জানা যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোন সংক্রমণ ছিলো না, জন্মগত ত্রুটির কারণেই এ মৃত্যু। ঘটনাটির সঠিক কারণ জানতে চলছে তদন্ত। হাসপাতালের শিশু বিভাগে ৬ জন অতিরিক্ত চিকিৎসক এবং ১০ জন নার্স মোতায়েনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
গেলো বছরও ডিসেম্বরে, একই হাসপাতালে শতাধিক নবজাতকের মৃত্যু হয়। সেসময়, ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a reply