বাংলাদেশে অক্টোবরে প্রাপ্ত নমুনায় করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে- জানিয়েছেন বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সেলিম খান। তবে জিনোমে মিল থাকলেও এটি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাস নয় বলে জানিয়েছেন তিনি।
একইসাথে, এ ভাইরাস দেশে সংক্রমণে বড় প্রভাব ফেলেনি বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্যে সম্প্রতি এই নতুন প্রকরণটি শনাক্ত হয়। এতে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে যুক্তরাজ্য।
তবে, ফাইজার বায়োএনটেকের গবেষকরা বলছেন, বর্তমান ভ্যাকসিনেই এই ভাইরাস প্রতিরোধ সম্ভব।
Leave a reply