সৌদি আরবের সাথে ২৯ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তিতে অনুমোদন দিলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে, রিয়াদকে ৩ হাজার স্মার্ট বোমা বিক্রি করতে পারব, ওয়াশিংটন।
মঙ্গলবার পেন্টাগন জানায়, চুক্তির আওতায় থাকবে শতভাগ আঘাত হানতে সক্ষম তিন হাজার ‘জিবিইউ-থার্টি নাইন স্মল ডায়ামিটার’ বোমা। এছাড়া, সেসব ব্যবহারে প্রয়োজনীয় যন্ত্রাংশ। এর মাধ্যমে, সৌদি আরবের দূরপাল্লার অস্ত্রের মজুদ আরও সমৃদ্ধ হবে। বাড়বে ভবিষ্যৎ হামলা ঠেকানোর সক্ষমতাও।
ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই অনুমোদন পেলো চুক্তিটি। কারণ, সৌদিকে অস্ত্র বিক্রি স্থগিতের পরিকল্পনা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। ইয়েমেন যুদ্ধের অবসান চান জো বাইডেন।
Leave a reply