বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত কৃষক, পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারী পেরুর প্রেসিডেন্টের

|

পেরুতে কৃষকদের বিক্ষোভে হামলায় তিনজন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সিকো সাগাসতি।

তিনি বলেন, নতুন পাস হওয়া কৃষি আইনের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। সেখানে যেসব পুলিশ সদস্য হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসন বলছে, গেলো মঙ্গলবার রাজধানীর আশপাশের বিভিন্ন শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলসকারীরা। এসময় তাদেরকে সরিয়ে দিতে গেলে বাধে সংঘর্ষ। এতে হতাহতের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন আইনে তাদের অধিকার খর্ব করা হয়েছে। কমানো হয়েছে বেতন কাঠামো। তারা শ্রমিকদের দৈনিক মুজুরি ১১ থেকে ১৮ ডলার করার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply