ভ্যাকসিন রপ্তানিতে কোন বাধা নেই। কিন্তু বাংলাদেশ কবে সেরামের উৎপাদিত অক্সফোর্ড-এস্ট্রোজেনেকা’র ভ্যাকসিন পাবে তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী।
দ্বোরাইস্বামী বলেন, ভ্যাকসিন উৎপাদন কেবল শুরু হয়েছে। ভারত সরকার ভ্যাকসিন শুধু জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আগে নিজেদের চাহিদা মিটিয়ে তারপরই ভ্যাকসিন রপ্তানি করা হবে।
ভারতীয় হাইকমিশনার জানান, নিজেদের ব্যবহারের পর সেরাম কতটা ভ্যাকসিন উৎপাদন করতে পারে তার ওপর নির্ভর করছে রপ্তানি। তিনি জানান, ভারতে উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলো গুরুত্ব পাবে।
Leave a reply