জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন আজ। বিশ্বজুড়ে মহাধুমধামে দিনটি পালন করছে কপটিকরা।
বড়দিনের সবচেয়ে বড় আয়োজন রাশিয়ায়। সেন্ট পিটাসবার্গের ট্যান্সফিগারেশন ক্যাথেড্রালে প্রার্থনায় যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বড়দিনের প্রার্থনায়, মস্কোর ক্রাইস্ট দ্যা সেভিয়ার ক্যাথেড্রালে জড়ো হন অনুসারীরা।
দেশ ও জাতির কল্যাণ কামনা করেন, অর্থোডক্সদের সর্বোচ্চ ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিল। মিসর, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই এই ক্রিসমাস উদযাপন করে থাকে অর্থোডক্স খ্রিস্টানরা।
Leave a reply