আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

|

পরাশক্তি আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। জমজমাট লড়াইয়ে প্রথমার্ধে আবাহনী এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরল বসুন্ধরা।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে শিরোপাধারীদের এগিয়ে নিলেন রাউল অস্কার বেসেরা। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ালেন জোনাথন দে সিলভেইরা ফের্নান্দেস। প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল দলটি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। আগামী রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে প্রথম সেমি-ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে আসা সাইফ স্পোর্টিংয়ের।

প্রথম থেকেই বসুন্ধরা কিংস গোলের সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছিল। দ্বাদশ মিনিটে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়োর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট পোস্টে লেগে ফিরে। পাঁচ মিনিট পর ইরানের ডিফেন্ডার খালেদ শাফিয়ের কাটব্যাকে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড বেসেরার শট শহিদুল আলম সোহেল ডান দিকে ঝাঁপিয়ে ফেরান।

আবাহনী রক্ষণভাগ সামলে খেলতে থাকলেও প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে ২০ মিনিটে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভার ফ্রি কিক কেরভেন্স ফিলস বেলফোর্টের হেড তালুবন্দি করেন আনিসুর রহমান জিকো। বসুন্ধরার রিমন-তপুরা আবাহনীর এই হাইতিয়ান ফরোয়ার্ডকে ম্যাচজুড়ে কড়া পাহারায় রাখে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply