৭৩৭ ম্যাক্স বিমান দুর্ঘটনা মিমাংসায় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে গুনতে হবে আড়াইশো কোটি ডলার। বৃহস্পতিবার এ নির্দেশ দেন মার্কিন বিচার বিভাগ।
জরিমানার পুরো অর্থই যাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রী এবং তাদের পরিবারের কাছে। এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বোয়িং এর ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৩৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার পরই বিভিন্ন দেশ নির্দিষ্ট এই মডেলের বিমান নিজেদের আকাশসীমায় উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করে। এর পরই বন্ধ থাকে নতুন বিমান নির্মাণ কাজ। অভিযোগ করা হয়, ৭৩৭ ম্যাক্স মডেলে বেশ কিছু ত্রুটি থাকায় দুর্ঘটনা ঘটেছে।
বোয়িং এর সিইও জানান, দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের উদ্যোগ হিসেবেই তারা এই অর্থ পরিশোধ করতে রাজি হয়েছেন। সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে উড্ডনে ঝুকিমুক্তের ছাড়পত্র পায় বোয়িং।
Leave a reply