‘জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট কেউ আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ’

|

জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট কেউ আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। র‍্যাবের কাছে জঙ্গি মতাদর্শী ৯ জনের আত্মসমর্পণ অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদরদপ্তরে আত্মসমর্পণ করা ৯ জনের মধ্যে ৬ জন জেএমবি, ৩ জন আনসার আল ইসলামের সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী ফুল দিয়ে স্বাভাবিক জীবনে স্বাগত জানিয়ে পরিবারের কাছে তাদের হস্তান্তর করেন। একই সঙ্গে স্বাভাবিক জীবনে ফেরাতে ও স্বাবলম্বী করতে আর্থিক সহায়তাও দেয়া হয়। এসময়, নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আত্মসমর্পণকারিরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কঠোর হস্তে দমনের পাশাপাশি বিজঙ্গিবাদের মাধ্যমে জঙ্গিবাদকে নির্মূল করা হবে। তাই বিপথগামীদের আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তবে, কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সে সুযোগ দিবে সরকার।

আত্মসমর্পনকারীদের কর্মকান্ডের প্রতি নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চলবে। তাই যারা এখনো জড়িত আছেন আত্মসমর্পণ করুন।

পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, যারা চেষ্টা করছেন তারা নজরদারির আওতায় আছেন। বারবার পরাজিত করবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply