সিরাজগঞ্জ সদরের ৬ নম্বর ওয়ার্ডে সদ্য বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় রাতেই কয়েকজনকে আসামি করে মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার সকালে বিক্ষোভ করেছে তরিকুল ইসলাম খানের সমর্থকরা। হত্যায় জড়িতদের বিচার দাবি করেছে তারা।
সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজই পরিবারের কাছে হস্তান্তর করা হবে তরিকুল ইসলাম খানের মরদেহ। শনিবার রাত ৮টায় ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থী তরিকুল ইসলাম খানের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মারা যান বিএনপি সমর্থিত এই প্রার্থী।
এদিকে, তরিকুল নিহতের জেরে কে বা কারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। রাত ১০টা থেকে বাড়িঘর ভাঙচুর করতে থাকে তারা। একপর্যায়ে আগুনও দেয়া হয় বেশকিছু বাড়িঘরে।
ইউএইচ/
Leave a reply