ইতালিয়ান চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম স্থানে নেমে গেছে রোনালদোর য়্যুভেন্টাস। রাতে ইন্টার মিলানের সাথে ২-০ গোলে হেরেছে রোনালদোর দল। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল। তারপর আর দেরি করেনি মিলান, পরের আক্রমণেই দলকে লিড এনে দেন সাবেক বার্সেলোনা খেলোয়াড় আর্তুরো ভিদাল।
এরপরেই স্কোরশিটে নাম ওঠান নিকোলা বারেল্লা। মিলান এগিয়ে যায় ২-০ গোলে এর পরে ম্যাচের চিত্র পাল্টানোর চেষ্টা চালিয়ে গেছে রোনালদোর দল তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠিনি তারা। তাইতো ম্যাচে ২-০ গোলের পরাজয় নিয়েই ঘরে ফিরতে হয় য়্যুভেন্টাসের।
আর এই জয়ের ফলে শিরোপার লড়াইয়ে সবচাইতে এগিয়ে থাকা এসি মিলানকে স্পর্শ করে ইন্টার মিলান। যদিও এসিমিরানের চাইতে এক ম্যাচ বেশি খেলে ফেলেছে ইন্টার মিলান।
Leave a reply