রংপুর ও গাইবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তিন সদস্যের কমিটিকে রংপুর ও গাইবান্ধায় গিয়ে সরেজমিন তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি যমুনা টেলিভিশনে ‘ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি’তে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি নিয়ে “ন্যাশনাল সার্ভিসে উইপোকা” শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। এর প্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুসন্ধানে উঠে আসে রংপুর ও গাইবান্ধায় সুবিধাভোগীর তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। অসংখ্য জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে কর্মসূচির কোটি কোটি টাকা।
উল্লেখ্য, সরকারের উচ্চঅগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প “ন্যাশনাল সার্ভিস কর্মসূচি”। দশ বছর ধরে চলমান এ প্রকল্পে ২০১৯-২০ সাল পর্যন্ত ব্যয় হয়েছে ৩ হাজার ১৮০ কোটি টাকার বেশি।
Leave a reply