মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মাসে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার এ তথ্য জানান।
এ লক্ষ্যে সোমবার ট্রাম্পের অভিশংসন বিষয়ক নথিপত্র সিনেটে হস্তান্তর করা হবে। যদিও ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে আরও সময় চেয়েছিলেন রিপাবলিকান নেতারা।
চাক শুমার জানান, সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হবে কি না, সে বিষয়ে সিনেটররা ভোটে রায় দেবেন।
ধারণা করা হচ্ছে ৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ৬ জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডব চালান ট্রাম্প সমর্থকেরা। ওই ঘটনায় উসকানি দেয়ার অভিযোগে ক্ষমতা ছাড়ার এক সপ্তাহে আগে প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসিত করে।
Leave a reply