পূর্ব আফ্রিকার দেশ মোজাম্মিকে ঘূর্ণিঝড় ইলুইসের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে গৃহহীন হয় ১৮ হাজারের বেশি মানুষ। ভেঙে পড়েছে স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা। ঘূর্ণিঝড় ইলুইসের প্রভাবে ক্ষতি হয় জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকাসহ প্রতিবেশ বেশ কয়েকটি দেশ।
এর আগে ২০১৯ সালে মার্চ এবং এপ্রিলে দুই দফা ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মোজাম্বিক। এতে মারা যায় হাজারের বেশি মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছিলো দুইশো কোটি ডলার।
Leave a reply