নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকায় ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন দেশেই মারা গেছেন সাত লাখের বেশি।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষ মারা গেছেন। যার প্রায় অর্ধেকই হচ্ছে দক্ষিণ ও উত্তর আমেরিকায়।
এরমধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতেই মৃত্যু হয়েছে যথাক্রমে ৪ লাখ ৩৯ হাজার ৫১৭, ২ লাখ ২০ হাজার ২৩৭ ও এক লাখ ৫৩ হাজার ৬৩৯ জন।
নির্দিষ্টভাবে ব্রাজিলের অবস্থা বেশি উদ্বেগজনক। ব্রাজিলের অনেক অঙ্গরাজ্যে আইসিইউ শয্যার তিন-চতুর্থাংশেই এখন করোনা রোগী।
এদিকে যুক্তরাষ্ট্রে আগামী চার সপ্তাহের জন্য সতর্কতা দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় অন্তত ৯০ হাজার মানুষ প্রাণ হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a reply