বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে রাজি নয় আফগানিস্তান, বিপাকে বাফুফে

|

আবারও পরিবর্তন হলো বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের সময়। মার্চের পরিবর্তে আগামী জুনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইয়ে পর্বের বাংলাদেশের অবশিষ্ট ম্যাচ তিনটি। সেন্ট্রাল ভেন্যু হিসেবে কাতারেই আয়োজিত হবে গ্রুপের ম্যাচগুলি। আর এর ফলেই জুনের পরিবর্তে মার্চেই অনুষ্ঠিত হতে পারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট। তবে, এমন শিডিউল পরিবর্তণে অনিশ্চয়তায় পরেছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা থাকলেও সেটি আর হচ্ছে না বাফুফের। এর মধ্যেই এএফসিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বাংলাদেশে এসে বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবে না তারা।

তবে এএফসির নির্দেশনা রয়েছে জুনের মধ্য ফিফা উইন্ডো শেষ করতে হবে গ্রুপ পর্বের অবশিষ্ট ম্যাচগুলো। এমন পরিস্থিতিতে কাতারের সেন্ট্রাল ভেন্যুতেই বাছাই পর্বের ম্যাচ খেলতে একরকম বাধ্যই হচ্ছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের শিডিউল পরিবর্তনের ফলে দারুন বিপদে পড়েছে বাফুফে। তাইতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আসছে মার্চেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর স্পন্সর উপর।

এদিকে এশিয়ার ১৭টি দেশকে আমন্ত্রণ জানিয়েও বিফল হয়েছে বাফুফে। তাই ফেব্রুয়ারির ফিফা নারী উইন্ডোতে কোন ম্যাচ খেলা হচ্ছে না জাতীয় নারী ফুটবল দলের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply