কাশ্মিরিরা চাইলে অঞ্চলটির স্বাধীনতা দেয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মির সংহতি দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে এ প্রতিশ্রুতি দেন তিনি।
আজাদ কাশ্মিরের কোটলি শহরে দেয়া ভাষণে ইমরান খান বলেন কাশ্মিরের মানুষের স্বাধীনতার অধিকার রয়েছে। তাই আজাদ এবং জম্মু-কাশ্মির দুই অঞ্চলের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত কাশ্মিরীরাই নেবেন। সেক্ষেত্রে পাকিস্তানের অংশ নাকি স্বাধীনতা, সেটা বেছে নেয়ার সুযোগ কাশ্মিরের সাধারণ মানুষদের দেয়া হবে বলে জানান ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, কাশ্মিরীদের শোষণ নয় তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আজাদ কাশ্মির এবং জম্মু-কাশ্মিরের মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছি, তারা যদি কখনো স্বাধীনতা চায় তাহলে সেই সুযোগ তাদের দেবে পাকিস্তান। কারণ স্বাধীনতা তাদের অধিকার।
Leave a reply