স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের লালপুরে সুলতান হোসেন হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। ধারের মাত্র ২ হাজার টাকা ফেরত না দেয়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছিল।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ কর্মকর্তারা। নিহত সুলতান বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৩ জানুয়ারি লালপুর উপজেলার চষুডাঙ্গা বিলে গমের জমি থেকে সুলতান হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তদের ধরতে মাঠে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ছানোয়ারকে নীলফামারীর সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
স্বীকারোক্তিতে সানোয়ার জানায়, ধারের ২ হাজার টাকা ফেরত না পেয়ে সুলতানকে সহযোগীসহ মারপিট করে শ্বাসরোধে হত্যা করে সে। সানোয়ার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।
ইউএইচ/
Leave a reply