কোভিড নিয়ন্ত্রণের জন্য যা যা প্রয়োজন সবই করছে সরকার। সবাই মিলে ঘুরে দাড়িয়েছে বলেই করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রোববার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, যতদিন প্রয়োজন করোনার টিকা দেয়া চলবে।
এই হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন অধ্যক্ষ প্রফেসর ডা. এবিএম মাকসুদুল আলম। তিনি জানান, প্রথম দিনে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকমী, কর্মকর্তা ও কর্মচারীরা টিকা নিবেন। সোহরাওয়ার্দী হাসপাতালে চারটি বুথে টিকা দেওয়া হচ্ছে।
Leave a reply