থাইল্যান্ডে রাজতন্ত্রকে চ্যালেঞ্জ বিক্ষোভকারীদের, আহত ২০ পুলিশ

|

রাজতন্ত্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো থাইল্যান্ডের বিক্ষোভকারীরা। পাল্টাপাল্টি সংঘাতে আহত কমপক্ষে ২০ পুলিশ সদস্য, আটক ৮ আন্দোলনকারী।

শনিবার রাতভর চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে রং ছুঁড়ে মারেন গণতন্ত্রপন্থীরা। এ সময় গুরুত্বপূর্ণ কিছু সড়কে পটকা-আতশবাজিও ফাটায়। পরিস্থিতি মোকাবিলায় টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ।

এর আগে, রাজধানী ব্যাংককের ঐতিহ্যবাহী ‘ডেমোক্র্যাসি মনুমেন্ট’ লাল রঙের কাপড়ে ঢেকে দেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, গণতন্ত্রের জন্য লড়াইকারীদের প্রতি সম্মান জানাতেই এ প্রতীকী কর্মসূচি।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে কিছুটা কমেছিলো সরকার বিরোধী আন্দোলন। সম্প্রতি রাজতন্ত্রের মানহানি মামলায় ৪ প্রভাবশালী নেতাকে গ্রেফতারের পর আবারও বিক্ষোভে উত্তাল রাজপথ। দেশটির সংবিধান অনুসারে, রাষ্ট্রদ্রোহিতা মামলায় সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply