লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সাথে সংঘাতের ৮ মাস পর প্রাণহানির কথা স্বীকার করলো চীন।
শুক্রবার বেইজিং জানায়, ঐ সংঘর্ষে নিহত হয় চীনের ৪ সেনা।
রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, বিদেশি সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে এ প্রাণহানি। তাদের মরণোত্তর সম্মাননা দিয়েছে চীন। এছাড়া গুরুতর আহত এক কমান্ডারকে বীরত্বসূচক পদক দেয়া হয়।
গেলো বছর জুনে ৪ দশকের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘাতে জড়ায় ভারত ও চীনের সীমান্তরক্ষীরা। সে সময়ই ২০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলো ভারত।
তখন নয়াদিল্লির দাবি ছিলো- পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন চীনের অনেক সেনা। সম্প্রতি, উভয়পক্ষ উত্তেজনা নিরসনে সমঝোতায় পৌঁছায়। ক’দিন ধরেই সেনা পেছাচ্ছে দু’দেশ।
Leave a reply