ইরানে বুধবারের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর আফটারশকের আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বাসিন্দারা। প্রাণহানির খবর না মিললেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের ৫শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিসাখ্ত এলাকায় ভূমিকম্পটির উৎসস্থল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর থেকে আঘাত হানে কম্পনটি। কোহগিলুয়ে ও বোয়ের-আহমেদ প্রদেশের একটি পাবর্ত্য গ্রামাঞ্চলে এ ভূমিকম্প দেশটিতে সাম্প্রতিককালের অন্যতম বড় কম্পন।
এ পর্যন্ত ৩ হাজারের বেশি বাড়িঘর ভেঙে পড়া এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ লাইনে ফাটল ধরার খবর মিলেছে ভূমিকম্পটির পর। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
২০১৭ সালেও ইরানের পশ্চিমাঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় ৭ শতাধিক মানুষের।
Leave a reply