নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নির্মাণাধীন অ্যামুনিয়া কারখানা ভবনের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নরসিংদী ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক জানান, সকাল থেকেই ঘোড়াশাল সার কারখানার ভেতরে নির্মাণাধীন অ্যামুনিয়া ফ্যাক্টরি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১২টার কিছু পরে তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে আগুনের সূত্রপাত। এ সময় একটি পাইলিং মেশিন পুড়ে যায়। তবে, শ্রমিক বা অন্যকারও কোন ক্ষতি হয়নি।
খবর পেয়ে তিতাস গ্যাস কোম্পানির লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে। বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধ করায় ধীরে ধীরে আগুনের তীব্রতা কমবে বলে জানান কর্মকর্তারা। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে ফায়ার সার্ভিস।
Leave a reply