পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ৪

|

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা নর্থ ওয়াজিরিস্তানে বন্দুকধারীর হামলায় কমপক্ষে চার উন্নয়নকর্মী নিহত হয়েছেন। সোমবার এ হামলার ঘটনা হয়।

স্থানীয় পুলিশ বলছে, মির আলি শহরের ইপ্পি গ্রামের কাছে উন্নয়নকর্মীদের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। এতে আহত হয়েছেন গাড়ি চালকও। অঞ্চলটি এক সময় তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিলো বলে জানায় পুলিশ।

জানানো হয়, অঞ্চলটির উপজাতীয় সংস্কৃতিতে কোনও নারীর অবাধ চলাফেরা নিষিদ্ধ রয়েছে ওখানে। এমনকি বেশির ভাগ এনজিও কর্মকাণ্ডে বাধা দেয়ার অভিযোগ রয়েছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কেউ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply