২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে এনএসআই ও র্যাব। গতকাল রাত তিনটায় রাজধানীর দিয়াবাড়ি থেকে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়।
২১শে আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি জড়িত ছিলেন ইকবাল হোসেন। বেশ কয়েকটি ছদ্মনামে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের নির্দেশে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভামঞ্চে গ্রেনেড হামলা করেছিলেন।
গ্রামের বাড়ি ঝিনাইদহে আত্মগোপনে থাকার পর এই জঙ্গি সেলিম পরিচয়ে মালয়েশিয়া পালিয়ে যান। কিন্তু অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হওয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। এরপর গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতায় পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করে র্যাব।
Leave a reply