করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবন গণভবনে টিকা গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন।
এর আগে সকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারিতেও বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনাভাইরাস যেহেতু পারে নাই সেটা আর কেউ পারবে না, এটাই আমার বিশ্বাস।
প্রধানমন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
এসময় তিনি বিজ্ঞানী এবং গবেষকদের আরও মনোযোগের সঙ্গে মানব কল্যাণে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আমি সবসময় চাই মানব কল্যাণেই কাজ করতে হবে এবং আপনারা এটা মনে রাখবেন আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি সেটা কিন্তু জনগণেরই অর্থ।
Leave a reply