লেবাননে তৃতীয় দিনের মতো চলছে সরকারবিরোধী বিক্ষোভ

|

অর্থনৈতিক সংকট, বন্দরে বিস্ফোরণ এবং দুর্নীতির অভিযোগে লেবাননে তৃতীয় দিনের মতো চলছে সরকারবিরোধী বিক্ষোভ।

রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বন্ধ করা হয় গুরুত্বপূর্ণ মহাসড়ক। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়; এতে গ্রেফতার হন অনেক বিক্ষোভকারী।

এদিকে, দু’বছর ধরে অর্থনৈতিক মন্দার মুখোমুখি লেবানন। একদিকে কর্মসংস্থানের অভাব, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

গেলো বছর বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় সরকারের গাফিলতিকে দায়ী করেন বিক্ষোভকারীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply