সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় উত্তাল প্যারাগুয়ে। আন্দোলনের জেরে তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ।
করোনা পরিস্থিতির অবনতিতে বিপর্যস্ত দেশটির স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা মিলছে না কোভিড নাইনটিন ছাড়া আর কোনো রোগেরই। হাসপাতালগুলোয় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ভিড়, ওষুধের তীব্র সংকটে ক্ষুব্ধ নাগরিকরা।
মহামারি মোকাবেলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে কয়েকদিন ধরেই রাজপথে বহু মানুষ। গত দু’দিনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীদের বাঁধা দিলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ বেধে যায়।
Leave a reply