করোনায় প্রাণহানি ও সংক্রমণ বাড়ায় উৎকণ্ঠায় নগরবাসী

|

প্রতিদিন করোনায় প্রাণহানি এবং সংক্রমণ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় নগরবাসী। আজও কোভিড পরীক্ষা করাতে লম্বা লাইন দেখা গেছে হাসপাতালগুলোতে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। নতুন করে সংক্রম বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে সেবা প্রত্যাশীর ভিড় বেশি। তবে হাসপাতালে যারা আসছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না। এক সপ্তাহেই হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ’র বেড সংকট। নমুনা পরীক্ষায় হাসপাতালগুলোতে আবারও দেখা যাচ্ছে লম্বা লাইন।

চিকিৎসকরা জানিয়েছেন, আগের তুলনায় ফুসফুসের প্রদাহ এবং রক্ত জমাট বাধার প্রবণতা বেশি দেখা যাচ্ছে এবার। সংক্রমণের এ হার আরও ২ সপ্তাহ বাড়াতে পারে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply