গত পাঁচ মাসে দুদক কতজনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তা ১১ এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সাধারণ বীমা কর্পোরেশনে ১০ বছর ধরে জালিয়াতি, ২৬ কোটি টাকা আত্মসাৎ’ প্রতিবেদন নজরে আনার পর সেটি আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।
দুদকে বিদায়ী চেয়ারম্যানের কাছে এ তথ্য চেয়েছেন হাইকোর্ট। ‘দুদকে অনুসন্ধান-বাণিজ্য’ শিরোনামে আরেকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের সোর্স ও তথ্য-প্রমাণ দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদন হাইকোর্টের নজরে আসার পর এ বিষয়ে সাধারণ বীমা কর্পোরেশনের কাছেও ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।
Leave a reply