যুক্তরাষ্ট্রের কলোরাডোয় শপিংমলে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। আহমেদ আল ঈসা নামের ওই ব্যক্তির বয়স ২১ বছর।
পুলিশ জানায়, মাত্র এক সপ্তাহ আগেই হামলায় ব্যবহৃত অস্ত্রটি কেনে অভিযুক্ত ব্যক্তি। ১০ জনকে হত্যার দায়ে মামলা হয়েছে তার বিরুদ্ধে। নিহত ১০ জনের পরিচয়ও নিশ্চিত করেছে পুলিশ। ২০ থেকে ৬৫ বছরের মধ্যে তাদের বয়স। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
এদিকে, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনে কড়াকড়ি আনতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউএইচ/
Leave a reply