রাজধানীর মিরপুরের একটি সরকারি আশ্রয় কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে সেখানকার বাসিন্দারা। শনিবার রাত ৯টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সমাজসেবা অধিদফতরের আওতাধীন এই কেন্দ্রে আশ্রয়হীন ভবঘুরের মানুষদের বাস। হঠাৎ করে সন্ধ্যার দিকে ভবনের ভেতরের ভাঙচুর ও বিক্ষোভ শুরু করে বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় তাদের। বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা যায়। সমাজসেবা অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে গণমাধ্যমকে ভেতের প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি গণমাধ্যমে কথাও বলেননি তারা।
Leave a reply