ছুটির দিনে করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে নমুনা দিয়েছেন অনেকে। সকাল থেকে এমন পরিস্থিতি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের।
তবে দুপুরে হঠাৎ নমুনা নেয়া বন্ধ করে দিলে হট্টগোল শুরু হয় সেখানে। ছুটির দিন থাকায় বেশিরভাগ সরকারি হাসপাতালে করোনা নমুনা নেয়া হচ্ছে না। ফলে মুগদা হাসপাতালে ছিল রোগির চাপ।
অনেকের অভিযোগ, ডাক্তার দেখানো ও হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে করোনার পরীক্ষা করতে গিয়ে ভোগান্তি বেড়ে গেছে। এছাড়া লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। টাকা নিয়ে ভুয়া রসিদ দেয়ার প্রতারণা অভিযোগ তোলেন অনেকে। এদিকে করোনা রোগীর চাপ বাড়ায় কোভিড ডেডিকেটেড হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি। তাই বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন অনেক রোগী।
Leave a reply