এবারের মেলায় দুটি বই এসেছে নব্বইয়ের অন্যতম কবি মুজিব মেহদী’র। একটি ‘ধূলি ওড়ানোর ভঙ্গি’ ও অন্যটি ‘বাইকুশতক’।
‘ধূলি ওড়ানোর ভঙ্গি’র প্রকাশক ঐতিহ্য, প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। এটি মুজিব মেহদী’র নির্বাচিত কবিতার সংকলন। ২০১৪ পর্যন্ত প্রকাশিত ৫টি কবিতা গ্রন্থ (মমি উপত্যকা, শ্রাবণ ২০০১; ময়দানের হাওয়া, পাঠসূত্র ২০০৭; চিরপুষ্প একাকী ফুটেছে, অ্যাডর্ন ২০০৯; ত্রিভুজাসম্ভাষ [হাইকু-বাইকু-সেনরু], শুদ্ধস্বর ২০১৩ এবং জঙ্গলের নিজস্ব শব্দাবলি, ঐতিহ্য ২০১৪)-এর বাছাই কবিতা এবং পরবর্তী সময়ে প্রকাশিত কিন্তু অগ্রন্থিত কিছু কবিতার ১৪৪ পৃষ্ঠা আয়তনের সংগ্রহ এটি। অর্থাৎ ১৯৯৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে লিখিত কবিতা রয়েছে এই সংগ্রহে। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
ভবিষ্যৎ পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে মুজিব মেহদী বলেন- ‘ভবিষ্যৎ পরিকল্পনা মাস্টারপিস হিসেবে সমাদৃত হবে এমন পাণ্ডুলিপি প্রস্তুত করা। তবে খোয়া যেতে পারে ভয়ে জনসমক্ষে সে পাণ্ডুলিপির আইডিয়া প্রকাশে আমি আগ্রহী নই।’
Leave a reply