কলকাতা নাইট রাইডারের হাত ধরেই আইপিএলে খেলা শুরু হয়েছিলো বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শাহরুখ খানের দলেই খেলেছেন সাকিব আল হাসান। এর পরের দুই মৌসুমে সাকিব খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কলকাতার টিম ম্যানেজমেন্ট বলছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সাকিবকে পেয়ে উচ্ছ্বাসিত কেকেআরের সাবেক ও বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিক।
ভারতীয় এ তারকা ক্রিকেটার দাবি করছেন, সাকিব এ যুগের সেরা অলরাউন্ডার। বর্তমান যুগের সেরা অলরাউন্ডারকেই কিনেছে তার দল কেকেআর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে এমন কথাই জানিয়েছেন কার্তিক।
কার্তিক আরও বলেন, তাকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা। অসাধারণ অলরাউন্ডার তিনি। খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন তিনি। পুরনো ক্রিকেটারদের মধ্যে তিনিই আমাদের চমক। তিনি আগেও কেকেআরের হয়ে খেলেছেন। তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা।
এর আগে, ২০১৭ সালে কলকাতা সাকিবকে ছেড়ে দেয়। পরের বছর নিলামে কেকেআরের সাকিবকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের জার্সি গায়ে দুই আসর খেললে তিন বছর পর সেই পুরনো দলেই ফিরেছেন সাকিব আল হাসান।
Leave a reply