৪ দিন পর আবারও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খুলে গেছে শপিং মল ও দোকানপাট। শুক্রবার সকাল থেকে রাজধানীর শপিংমল ও দোকানপাটগুলোতে মালিক-কর্মচারীদের ব্যস্ততা দেখা গেছে।
শুরুতেই পরিষ্কার পরিচ্ছন্নতায় অনেকটা সময় ব্যয় করেছেন তারা। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। দোকানগুলোতে ঝোলানো হয়েছে “নো মাস্ক নো সার্ভিস’ নোটিস।
ক্রেতারা বলছেন, বড় পরিসর থাকায় এখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা সহজ এবং সে কারণেই স্বাচ্ছন্দ্যের পণ্য কিনতে পারছেন তারা।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপনীবিতান খোলা রাখা যাবে।
Leave a reply