মিয়ানমারের তাজে শহরে জান্তা আগ্রাসনে ১১ বিক্ষোভকারীর মৃত্যু হলো বহস্পতিবার। অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬১৪ জনে।
দেশটির শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম- মিয়ানমার নাও এবং ইরাবতীর দাবি গণআন্দোলনের সম্ভাবনা আঁচ করতে পেরেই ৬ ট্রাকভর্তি সেনাসদস্য মোতায়েন করা হয় শহরটিতে। বিক্ষোভকারীরাও আগ্নেয়াস্ত্র, ছুরি এবং হাতে তৈরী বোমা নিয়ে নামে মহাসড়কে।
যার ফলে, আরও ৫ ট্রাক সেনা যোগ দেয় বিরোধ দমাতে। শুক্রবার পর্যন্ত উত্তাল শহরটি ২০ জন গুরুতর আহত মিলেছে এমন খবরও।
পর্যবেক্ষক সংস্থা- AAPP’র তথ্য অনুসারে, দেশটিতে এখনো বন্দি ২৮শ’র বেশি মানুষ। এছাড়া সেনা সরকারের বিরোধীতা করায় ১২০ তারকার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেফতারি পরোয়ানা।
Leave a reply