কুমিল্লা ব্যুরো:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি ও ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে মহাসড়ক দাউদকান্দি এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে গেলে সেখানে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকল গাড়িটি সরিয়ে নিলেও যানজটের প্রভাব থেকে যায় মহাসড়কে।
পথে পথে যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। লকডাউনকে সামনে অনেকেই ঢাকা ছাড়ছেন আবার অনেকেই জরুরী কাজে ঢাকা যাচ্ছেন। অসংখ্য যানবাহন একযোগে মহাসড়কে বের হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় পুলিশ।
মহাসড়কের উভয় দিকেই যানবাহনের অত্যধিক চাপ লক্ষ্য করা গেছে। যানজট নিরসনে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ বলছে, আসন্ন লকডাউনকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a reply