সংস্কার হচ্ছে ৩ হাজার পুকুর-খাল

|

সারাদেশে প্রায় ৩ হাজার পুকুর ও খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ সংক্রান্ত ১৩শ’ ৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। এই কার্যক্রম বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় দশ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দু’বছর আগে সারাদেশের পুকুর, দীঘি ও খালের জেলাভিত্তিক তালিকা তৈরি করে তা খননের উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রথম দফায় ১৭শ’ ৯৩টি ইজারাবিহীন ও ৯৭৪টি খাস খাল চিহ্নিত করে এলজিইডি। প্রকল্পের আওতায় ডিজিটাল সার্ভের পরামর্শক হিসেবে নিয়োগ পাবেন ৫ জন। বিদেশে প্রশিক্ষণ নেবেন ২৪ জন।

এদিকে, প্রাথমিক স্কুলে ঝরে পড়া ঠেকাতে নতুন ১০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার। এ সংক্রান্ত ৭ হাজার কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply