মিশরে ট্রেন দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুঃ যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি

|

মিশরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। রোববারের এ ঘটনায় আহত একশো’র কাছাকাছি আরোহী।

কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি রাজধানী কায়রো থেকে মানসুরা শহরের দিকে যাচ্ছিলো। পথেই, দুপুর ২টা নাগাদ লাইনচ্যুত হয় ট্রেনটি; উল্টে পড়ে অন্তত চারটি বগি। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ৫০টির বেশি অ্যাম্বুলেন্স। আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়। এদের অনেকের অবস্থা গুরুতর। মিশরে সম্প্রতি বেড়েছে রেল দুর্ঘটনা। গেলো সপ্তাহেই, মিনা আল-কওম শহরে ট্রেন লাইনচ্যুত হয়ে মারাত্মক আহত হন ১৫ যাত্রী। মার্চেও, তাহাতা শহরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ২০ আরোহী, আহত হন দুশো’। এসব ঘটনায়, যোগাযোগমন্ত্রী কামাল আল ওয়াজিরের পদত্যাগের জোরালো দাবি উঠেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply