করোনা মহামারিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু-সংক্রমণ দেখলো ভারত

|

মহামারির পুরো সময়ে সর্বোচ্চ দৈনিক মৃত্যু-সংক্রমণ দেখলো ভারত

মহামারির গোটা সময়ে সর্বোচ্চ দৈনিক মৃত্যু ও সংক্রমণ দেখলো ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন দু’হাজার ২৫৬ জন।

৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষের দেহে মিললো সংক্রমণ। এটা নতুন রেকর্ড। কারণ, যুক্তরাষ্ট্র ছাড়া কোন দেশেই টানা দ্বিতীয় দিনের মতো তিন লাখের ওপর করোনা রোগী শনাক্ত হয়নি।

রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবারও প্রাণ হারালেন তিন শতাধিক মানুষ; শনাক্ত ২৬ হাজারের ওপর। সেখানে চরম অক্সিজেন সংকটে হাসপাতালেই মৃত্যু হচ্ছে বেশিরভাগ মানুষের।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় কেন্দ্রীয়ভাবে ৭শ’ টন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে দিল্লিতে। লুটতরাজ ঠেকাতে মোতায়েন করা হয়েছে আধা-সামরিক বাহিনী। মহারাষ্ট্রেও একদিনে ৫৬৮ জন মারা গেছেন; ৬৭ হাজারের ওপর সংক্রমণ শনাক্ত। দেশটিতে মহামারিতে মোট প্রাণহানি এক লাখ ৮৭ হাজারের মতো। সংক্রমিত এক কোটি ৬২ লাখের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply