পাবনায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ নিহত দুই

|

পাবনা প্রতিনিধিঃ

পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় একজন মহিলাসহ দুইজন নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার ভায়না ইউনিয়নের কাঠালবাড়ীয়া সড়কে ঐ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার ঘোড়াদহ গ্রামের শামীম হোসেনের স্ত্রী জুথি খাতুন (২৫) ও বেড়া উপজেলার শিবপুর গ্রামের রোস্তম আলীর ছেলে রতন হোসেন (২৫)।


ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে একটি ভটভটি বেড়ার নাটিয়াবাড়ি থেকে সিমেন্ট নিয়ে সুজানগর পৌর বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইল আরোহী শামীম হোসেন ও তার স্ত্রী জুথি খাতুন ঐ স্থানে ভটভটি গাড়ীর সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে সিমেন্টের উপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভটভটির হেলপার রতন হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইল আরোহী জুথি খাতুন নিহত হয়। সুজানগর থানার ইন্সপেক্টর আব্দুল কদ্দুস দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply