পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মলের নমুনায় কলেরা জীবাণু পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল।
সোমবার দুপুরে পটুয়াখালীর সবচেয়ে বেশি ডায়রিয়ায় আক্রান্ত মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও অনুসন্ধানকালে তারা এ তথ্য পেয়েছেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমীন লিজা, ডা. জাহিদুল ইসলাম ও ডা. রেজওয়ান আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল দুপুরে উপজেলা হাসপাতালে আসেন। এ সময় তারা হাসপাতালে ভর্তি ৬ জন রোগীর পায়খানা পরীক্ষা করেন। পরীক্ষায় ২ জন রোগীর মলে কলেরার জীবাণু পায়। সাথে সাথে ওই দুইজন রোগীর করোনার র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করানো হলে সেটার রিপোর্ট নেগেটিভ আসে।
ডা. দিলরুবা আরও জানান, এ সময় প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে ভর্তি একাধিক রোগীর সাথে কথা বলে তাদের হিস্ট্রি রেকর্ড করেন। পরে যাবার সময় সবাইকে টিউবওয়েলের পানি ব্যবহার করার পরামর্শ দেন। বিকালে উপজেলার একাধিক পুকুর, খাল ও ডোবার পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান পরীক্ষা করার জন্য।
এদিকে, উপজেলার ৬টি স্থানে পানির নমুনা পরীক্ষা করে ২টি স্থানে নদী, খাল ও পুকুরের পানিতে কলেরার জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে বলে আইইডিসিআর টিমের বরাত দিয়ে নিশ্চিত করেছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।
তিনি জানান, উপজেলাসহ গোটা জেলার প্রত্যন্ত এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হবে, যাতে সবাই সব কাজে টিউবওয়েলের পানি ব্যবহার করেন।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১ মাসে পটুয়াখালী জেলায় ৪ হাজার ৮৪৯ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা সদরের মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা পর্যায়ের ৮টি হাসপাতালে ভর্তি হয়েছে।
ইউএইচ/
Leave a reply