২২ হাজার মারণাস্ত্র চোখের নিমিষেই পাল্টে গেলো ৬০ টন লোহায়! চলতি সপ্তাহে বেলজিয়াম কর্তৃপক্ষ নিলো যুগান্তকারী এ উদ্যোগ।
গত ২৭ এপ্রিল ঘেন্ট শহরে অবস্থিত ইষ্পাত প্রতিষ্ঠান ‘আরসেলোর মিত্তালে’র কারখানায় নেয়া হয় অস্ত্রগুলো। ট্রাকভর্তি অস্ত্রগুলো পরে বিশাল অগ্নিকুণ্ডে গলিয়ে পরিণত করা হয় পুনরায় ব্যবহার্য লোহায়।
পুলিশ প্রশাসন জানিয়েছে, অস্ত্রগুলোর অর্ধেকই নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় জমা দিয়েছেন নাগরিকরা। উত্তরাধিকারসূত্রে পাওয়া অস্ত্রগুলো পরিবারে তারা রাখতে চাননা।
বাকিগুলো পুলিশ বাহিনীর আদিকালের হাতিয়ার যা অস্ত্রাগারে নষ্ট হচ্ছিলো। এ নিয়ে তৃতীয়বারের মতো এমন উদ্যোগ নিলো বেলজিয়াম।
Leave a reply