গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

|

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে পরিবহন শ্রমিকরা।

সকালে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ টার্মিনালে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।

এ সময় তারা বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা ব্যবস্থা করতে হবে। সারাদেশে ট্রাক টার্মিনালগুলোতে শ্রমিকদের জন্য ওএমএস চাল বিক্রির ব্যবস্থারও দাবি জানান তারা।

শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত দেশের ২৪৯ টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচী পালন করছে। এছাড়া আগামী চার মে সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply