যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বন্ধক রাখা ঘর ফিরে পেলো আলমগীর

|

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বন্ধক রাখা ঘর ফিরে পেলো আলমগীর

যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর বন্ধক রাখা ঘর ফিরে পেলো রংপুরের পীরগঞ্জের অসহায় যুবক আলমগীর হোসেন।

মিঠিপুর ইউনিয়নের রওশনপুর ঘোনাপ্রাড়া গ্রামের আলমগীরের চিকিৎসার ব্যবস্থা করেছে রংপুরের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘আমরাই পাশে’র কর্মীরা । সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। বর্তমানে তিনি গ্যাসট্রোলোজি বিভাগে ভর্তি আছেন। সংগঠনটির কর্মীরা তার দেখাশোনা করছেন।

এছাড়া গাজীপুরের একটি সংগঠন তার প্রাথমিক চিকিৎসার খরচ দিয়েছে। মালদ্বীপ প্রবাসী একজনের আর্থিক সহায়তায় বন্ধক রাখা ঘর ফেরত পেয়েছেন তিনি। চিকিৎসার খরচ জোগাড় না করতে পেরে মাত্র ১২ হাজার টাকায় নিজের ঘর বন্ধক রেখেছিলেন আলমগীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply